অল্প সময়েই নাটকে অভিনয় করে আলোচনায় জায়গা করে নিয়েছেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী মুশফিক ফারহান ও সামিরা খান মাহী। গত ঈদেও তাদের একাধিক নাটকে অভিনয়ে দেখা গেছে। তার মধ্যে অন্যতম একটি নাটক হলো ‘প্রয়োজন’।
মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় প্রচারের পর তারা দর্শক মহল থেকে বেশ প্রশংসা পাচ্ছেন। তাদের অভিনীত নাটকটি জি-সিরিজ-এর বাংলা নাটক ইউটিউব চ্যানেলে ৯ মে অবমুক্ত হয়েছে। অবমুক্ত হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর ভিউ।
নাটকের গল্পে তুলে ধরা হয়েছে বিদেশের মাটিতে অমানবিক কষ্টের গল্প, যা আমাদের সমাজের চেনা গল্প। তবুও পরিবার বুঝতে চায় না সেই কষ্টের কথা। তাদের চাহিদা পূরণ না করতে পারায় সুখের ঘরে নেমে আসে কালো আধার। গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
প্রবাস জীবনের গল্পের নাটকটিতে শফিকুল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং শারমিন চরিত্রে সামিরা খান মাহি। এ ছাড়াও আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, রিফাত চৌধুরী, হিমে হাফিজ, সানজিদা মিলা প্রমুখ।


