ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না মেহেদি হাসান মিরাজের। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ঢাকা লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা সৈকতকে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে দেখে নিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় সেটা সম্ভব হয়নি।
করোনা টেস্টে পজেটিভ হওয়া প্রথম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। সাকিব না থাকায় মোসাদ্দেকের খেলার সম্ভবনা বেড়েছে।
বুধবার বিকেএসপিতে মোসাদ্দেক বলেন, খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক। বৃষ্টির ওপর কারও হাত নেই। খেলতে পারলে খুব ভালো হতো, লাল বলে অনুশীলন হতো।
তিনি আরও বলেন, যেখানে খেলেছি সেখানেই ভালো করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে টিম কম্বিনেশনের কারণে হয়তো আমার জায়গা হয়নি। আবার সুযোগ আসছে, আমি চেষ্টা করব এটা ধরে রাখতে।
শ্রীলংকার বিপক্ষে ২০১৭ সালে টেস্টে অভিষেক হয় মোসাদ্দেকের। তিন টেস্টে তার রান ১৬৪।


