ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী ফ্লাইওভার হাইওয়ে এক্সপ্রেস উপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে বৃষ্টির ভেতর আতাদী ফ্লাইওভারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এই অজ্ঞাত যুবক। যে কোন সময় অজ্ঞাত কোন পরিবহণ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বুধবার ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।


