বিদ্যুৎ–বিভ্রাটে টিকিট বিক্রিতে ধীরগতি

0
113

সকাল আটটা বাজতেই কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু। ঠিক ১০ মিনিট পর রেলস্টেশনে বিদ্যুৎ চলে যায়। ২৮ মিনিট পর ৮টা ৩৮ মিনিটে বিদ্যুৎ আসে। এতক্ষণ ধরে স্টেশনের কয়েকটি কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ থাকে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে দেখা গেল এমন ঘটনা।

ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ চতুর্থ দিনে বিক্রি হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট। ঈদের সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ২ মে। ঈদের ছুটি বিবেচনায় গত কয়েক দিনের টিকিটের তুলনায় ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা অনেক বেশি। ফলে ওই দিনের টিকিট কাটতে রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড়ও অনেক। এই ভিড় সামলাতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ।

সকালে টিকিট বিক্রি শুরু হওয়ার পর বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যায়। এ সময় কয়েকটি কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে পড়েন। কিছুক্ষণ পরপরই তাঁরা স্টেশন চত্বরের সারিতে দাঁড়িয়ে শোরগোল ও চিৎকার করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here