একসঙ্গে তিন সন্তানের জন্ম!

0
337

ভোলায় একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি স্ত্রী জান্নাত বেগম (২০)। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।

প্রসূতি জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম গ্রামের নূর মাহমুদের স্ত্রী।

শুক্রবার বিকালে ভোলা শহরের কালিবাড়ি রোড এলাকার ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ডা. খালিদ আহম্মদ শাকিল জানান, প্রসব বেদনা শুরু হলে ওই গৃহবধূ জান্নাত গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার নরমাল ডেলিভারির মাধ্যমে বিকালে তিন সন্তান প্রসব করেন তিনি।

ওই গৃহবধূ প্রেগনেন্সির সাড়ে ৮ মাসের সময় তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ফলে নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। দুটি শিশুর ওজন দেড় কেজি ও একটির ওজন সোয়া কেজি। তবে বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here