দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী এবং দেশবাসীর কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীদের খবরা-খবরে এই যাবত আমিরাতের সাংবাদিক ও মিডিয়া কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তিনি কনস্যুলেটের বিভিন্ন সেবা প্রসঙ্গে বলেন, প্রবাসীদের কষ্ট করে পাসপোর্ট, প্রবাসী কার্ড এবং অন্যান্য বিষয়ে খবর নিতে দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে না এসে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে বলে জানান।
রোববার (১৭ এপ্রিল) দুবাই মুড়ি ডিলাক্স রেস্টুরেন্ট হলে আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব ( পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, প্রসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নুরুল আবছার তৈয়বী, মাওলানা ফজলুল কবির চৌধুরী, মাওলানা নুরে বাংলা, প্রসাস এর সাবেক সভাপতি শিবলী আল সাদিক, প্রসাসের উপদেষ্টা মাহাবুব হাসান হৃদয়, প্রসাসের সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, প্রসাসের দপ্তর সম্পাদক ওবায়দুল হক মানিক, সেলিম উদ্দিন, মাহাবুব সরকার, প্রকৌশলী আবু হেনা চৌধুরী, শেখ মোক্তিয়ার হোসেন, জয়নাল আবেদিন, মামুন মাহিন, ওবায়দুল হক, মামুন, জায়েদ ঈমাম পারভেজ, শামসুল হক প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


