মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

0
181

মালয়েশিয়ায় ভবন নির্মাণ কাজে দুর্ঘটনায় পড়ে এক প্রবাসীর বাংলাদেশির মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

তার নাম – মমিনুল হক মজুমদার টিটু। নিহত প্রবাসীরর বাড়ি হাজীগঞ্জ উপজেলার এনায়েরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মজুমদার বাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে ছোট। মমিনুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাংলাদেশের সময় মঙ্গলবার ভোর ৭ টায় তিনি মালয়েশিয়ার ডোরাঙ্গানো নামক স্থানে মারা যান। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন তার আত্মীয় শফিকুর রহমান।

পরিবার সূত্রে জানা গেছে, মমিনুল হক ২০১৪ সালে মালয়েশিয়ায় যান। গত রোববার সকালে মালয়েশিয়ার ডেরঙ্গানু এলাকায় বিল্ডিং কন্সট্রাকশনের কাজ করতে যান। সেখানে কাজ করতে গিয়ে একটি লোহার পিলারের ফরমা গায়ে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে তার বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

টিটুর মৃত্যুর খবর হাজীগঞ্জের এনায়েতপুর মজুমদার বাড়িতে আসলে শোকের ছায়া নেমে আসে।
তার কলেজ পড়ুয়া মেয়ে রাফা ইসলাম ও মাদ্রাসা পড়ুযা ছেলে সাইফুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন। স্ত্রী হাসিনা স্বামী শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে নিহত শ্রমিকের মরদেহ ফেরত চাওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here