চেলসিকে পেছনে ফেলে সেমিতে রিয়াল

0
144

রিয়াল মাদ্রিদকে বিদায় করে ইউরোপসেরার আসরের সেমিফাইনালে যেতে সান্তিয়াগো বার্নাব্যুতে রূপকথার গল্প লিখতে হতো চেলসির। জিততে হতো অন্তত ৩-০ গোলে। কাজটা ব্লুজরা করেও ফেলেছিল।

কিন্তু শেষ মুহূ্তে তাদের ওই রূপকথার স্ক্রিপ্ট ছিঁড়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেছেন লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে হেরেছে ৩-২ গোল। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ইউরোপের আসরের সেরা দলটি শেষ চার নিশ্চিত করেছে।

ঘরের মাঠে কার্লো আনচেলত্তির দল ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে। গোল করেন তরুণ ব্লুজ তারকা ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন টিমো ওয়ার্নার। দলকে সেমির পথে তুলে নেন।

চেলসি তখন শেষ চার হতে ১০ মিনিট দূরত্বে। এমন সময় বদলি নেমে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় দাঁড়ায় এবং অতিরিক্ত সময়ে গড়ায়।

এর পর ৯৬ মিনিটে গমভিনিসিয়াসের ক্রসে হেডে গোল করে দলকে সেমিতে তুলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here