ইউটিউবে গান শুনুন স্ক্রিন বন্ধ রেখে

0
386

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে গান শুনতে অনেকেই আড়ি পাতেন। কিন্তু স্ক্রিন বন্ধ হলেই থেমে যায় ইউটিউবের গান! তবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শোনার সুবিধাও আছে। অ্যান্ড্রয়েড ফোনে

স্ক্রিন বন্ধ করেও শোনা যাবে ইউটিউবের গান-তাই নিয়ে আজকের টিপসে লিখেছেন- এমরান হোসেন মুহিন

সাধারণত ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে এ সেবা পাওয়া যায়, যার জন্য মাসে ১২ ডলার গুনতে হবে। এছাড়া ছোট একটি ট্রিকসের মাধ্যমে বিনামূল্যে ইউটিউউবে স্ক্রিন বন্ধ অবস্থায় গান শোনা যায়।

* অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘টেলিগ্রাম’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

* এবার ইউটিউব থেকে যে গানটি শুনতে চাচ্ছেন সেই গানের ‘লিংক’ টেলিগ্রামের নিজের সঙ্গে চ্যাট অথবা বন্ধুর কাছে শেয়ার করুন।

* এখন সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে ‘পিকচার-ইন-পিকচার’ মুড অপশনে ক্লিক করুন।

* এবার পপ-আপ উইন্ডোতে ‘পিকচার-ইন-পিকচার মুড’ সেটিংস দেখাবে। সেটিংসে ক্লিক করলে ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপ’ অপশনটি অন করে দিন।

* আবারও টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে ‘পিকচার-ইন-পিকচার’ মুডে ক্লিক করুন।

* এবার গানটি বাজলে ফোনের স্ক্রিন লক করে দিন। ব্যস ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শোনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here