টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মহামারি করোনাকালে সফরের জটিলতা এড়াতে স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
কিন্তু এই সুযোগে কিছু আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণ ফুটে ওঠে। যে কারণে প্রতিপক্ষের অভিযোগের ভিত্তিতে টেস্টে ফের নিরপেক্ষ আম্পায়ার ফেরাতে যাচ্ছে আইসিসি।
এখন থেকে টেস্টে একজন নিরপেক্ষ আম্পায়ার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম শুধু ২০২২-২৩ মৌসুমের জন্য প্রযোজ্য।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে দুজন অনফিল্ড আম্পায়ারের মধ্যে একজন থাকবেন নিরপেক্ষ, আরেকজন স্থানীয়।
ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার নিরপেক্ষ থাকলেও চতুর্থ আম্পায়ার হবেন স্থানীয়। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে স্থানীয় আম্পায়ারই পরিচালনা করবেন।


