আন্তর্জাতিক মানবকল্যাণ প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার উদ্যোগে পথচারী ও পথশিশুদের মাঝে আজ শনিবার, ৭ ই রমজান, ৯ ই এপ্রিল ২০২২, শনির আখরা দনিয়া কলেজের সম্মুখে ইফতার উপহার প্রদান করা হয়। অতিথি
হিসেবে ছিলেন মোঃ জামাল উদ্দিন মীর, অফিসার ইনচার্জ, মুগদা থানা, ডিএমপি, ঢাকা, আয়ান মাহমুদ দিপু ও জাকির হোসেন, ইন্সপেক্টর, মোঃ মনিরুজ্জামান এসআই, যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা। সংগঠনের চেয়ারম্যান দৈনিক মুক্ত খবরের কোর্ট রিপোর্টার সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ওয়াহিদুন নবী বিপ্লব, সেক্রেটারি জেনারেল আবুল হাসান, ফিনান্স সেক্রেটারি মোহাম্মদ সুজন সহ মোঃআইনুল, ডাক্তার লুৎফর, প্রকৌশলী মোঃ শরীফ,
ডাঃ কেয়া মনি, মোহম্মদ রুবেল, নাদিম, নাদিম, রায়হান, মেহেদি, শরীফ, আরমান,জাফরি, সিয়াম, তারেক,মাশরাফি, আইনজীবী শুভ্র সিনহা রনি সহ সংগঠনের শতাদিক স্বেচ্ছাসেবী।
Home ধর্ম ও জীবন ‘আন্তর্জাতিক মানবকল্যাণ প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য’ সংস্থার উদ্যোগে পথচারী ও পথশিশুদের মাঝে...


