মানুষের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় দোয়া। একজন মুমিনের বিশ্বাস রয়েছে, পৃথিবীর সব প্রয়োজন একমাত্র আল্লাহ সুবহানুহু তায়ালাই পূরণ করতে পারেন।
দোয়া কখন কীভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রাজধানী ঢাকার ধানমণ্ডির ঐতিহ্যবাহী তাক্বওয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হাফিজ মারুফ।
মাহে রমজান উপলক্ষে যুগান্তর অনলাইনের এক বিশেষ আলোচনায় তরুণ এ আলেমে দ্বীন বলেন, আমাদের প্রয়োজনের কোনো সীমারেখা নেই। আর আল্লাহ সুবহানুহু তায়ালারও এসব প্রয়োজন পূরণ করতে কোনো ব্যর্থতা নেই। যেহেতু তিনিই আমাদের সব প্রয়োজন পূরণ করতে পারেন সেহেতু আমাদের কর্তব্য হচ্ছে-তাঁর কাছে বারবার চাওয়া।
রাসূল (স)-এর হাদীসের উদৃতি দিয়ে হাফেজ মাওলানা আব্দুল হাফিজ মারুফ আরও বলেন, দোয়া হচ্ছে, ইবাদতের মগজ। দোয়া একদিকে যেমন আমাদের প্রয়োজন পূরণ করতে সাহায্য করে, অন্যদিকে এর মাধ্যমে আল্লাহর ইবাদত করে থাকি।


