স্নাতক পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসল করলেন এই শিক্ষার্থী

0
107

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র স্নাতক পরীক্ষা শেষ করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দুধ দিয়ে গোসল করেন এই শিক্ষার্থী।

গণিত বিভাগে অধ্যয়নরত (২০১৬-১৭ সেশন) ওই শিক্ষার্থীর নাম মো.আসাদ রেজা অনিক।

বুধবার স্নাতক ফাইনাল ইয়ারের পরীক্ষাশেষ হওয়ার পর দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তিনি তার ফেসবুক ক্যাপশনে লেখেন- ‘আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া! পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে অর্নাস শেষ করলাম। স্মৃতি হয়ে থাকবে।’

শিক্ষার্থীর কাছে এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ধারণা করা হচ্ছে করোনাসহ নানা কারণে সেশন জটে পরীক্ষা বিলম্বিত হওয়া এবং অবশেষে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আনন্দ এবং স্বস্তির প্রকাশ হিসেবে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here