আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ ইকুয়েটোরিয়াল গায়ানা অভিবাসীদের জন্য নতুন সম্ভাবনাময় একটি দেশ। রাষ্ট্রপতি শাসিত দেশটির জনগণের মাথাপিছু আয় ১৭০০০ মার্কিন ডলার; যা আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ। দেশটির আয়তন ২৮০৫১ বর্গকিলোমিটার। উন্নত এই দেশটিতে বিভিন্ন খাতে দক্ষ প্রবাসী বাংলাদেশিদের চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে।
সোমবার (৪ এপ্রিল) রাতে দেশটির রাজধানী মালাবোতে স্থানীয় একটি হোটেলে রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ ইকুয়েটোরিয়াল গায়ানা প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রবাসীরা জানান, পশ্চিম আফ্রিকায় অবস্থিত এ দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কোম্পানিতে ফাইন্যন্স ম্যনেজার, আইটি এক্সপার্ট, শিপিং এজেন্টসহ অন্যান্ন পেশায় অত্যন্ত সুনামের সাথে উচ্চ বেতনে কাজ করছেন। প্রবাসীরা আনন্দচিত্তে জানান যে, তাদের কর্মদক্ষাতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ কোম্পানিগুলোকে আরো অধিক সংখ্যক বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগ দানে আকৃষ্ট হচ্ছে।
দেশটিতে সেবা খাতে স্প্যানিশ ভাষা জানা দক্ষ প্রবাসী বাংলাদেশিদের চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস থেকে ইকুয়েটোরিয়াল গায়ানা প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে কনস্যুলার সেবাসহ যে কোন সেবা অগ্রাধিকারভিত্তিতে প্রদানের আশ্বাস দেন। ইকুয়েটোরিয়াল গায়ানাতে আগমনে চাকরিপ্রত্যাশী প্রত্যেক বাংলাদেশিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাষ্ট্রদূত বংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার আশ্বাস দেন।


