নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপারের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় শনিবার এ নতুন কার্যালয় উদ্বোধন করেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পরে অতিরিক্ত আইজিপি মো. মাহবুবুর রহমান নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প কারখানার মালিক, মালিকের প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবির, বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিকেএমইএ ও বিজিএমইএ’র নেতৃবৃন্দরা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম, শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনিসহ সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক ও অন্য কর্মকর্তারা।


