বাবর আজমকে নিয়ে এ কেমন মন্তব্য আফ্রিদির?

0
145

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রেকর্ড রানের (৩৪৯) লক্ষ্য তাড়া করে জয়ের অন্যতম নায়ক পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এদিন ৭২ বলে ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি।

এমন দুর্দান্ত ইনিংস খেলার জন্য বাবর যখন বিশ্বময় প্রশংসায় ভাসছেন, তখন তাকে নিয়ে ভিন্ন মত দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

জানালেন, বাবর আজম এখনও সত্যিকারের ম্যাচ উইনার হতে পারেননি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে অভিনন্দন জানাতে গিয়ে বর্তমান অধিনায়কে বিপক্ষে এ মন্তব্য করেন আফ্রিদি।

অথচ একই টুইটে ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান ইমাম উল হক ও পেসার শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেন পাকিস্তানের এ সাবেক অলরাউন্ডার।

টুইটে বুমবুম আফ্রিদি লেখেন, ‘অসাধারণ জয়। বাবর আজমের দারুণ শুরু। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে। তাকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় আছি। যাই হোক খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন আফ্রিদিদের দারুণ পারফরম্যান্স। তোমরা আমাদের গর্বিত করেছো। ধরে রাখো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here