মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু

0
192

মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন।শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের এমসিকিউ।

এদিকে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সারা দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টির বিপরীতে এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফল প্রকাশ করা হবে।

পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএ’র জন্য ৭৫ নম্বর এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষাসহ মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here