খোলা আকাশের নিচে উৎসবমুখর পরিবেশে স্পেনের বার্সেলোনার শান্তা কলোমার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে রোববার স্থানীয় কানজাম মাঠে আনন্দঘন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম স্বপনের পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোখলেছুর রহমান নাছিম, খুরশিদ আলম বাদল, মোহাম্মদ মুস্তাফা,মোশারফ হোসেন,মনির হোসেন, নাঈমা নাহারসহ বেশ কয়েকজন।
বরাবরের মতো এবারো মুখরোচক বিভিন্ন স্বাদের পিঠার সমাহার চোখে পড়ার মতো। ভাপা পিঠা, ফুলি পিঠা, মুখ সুন্দরী, পোয়া পিঠা, পাইছ পাখন, পাটিসাপটাসহ বিভিন্ন স্বাদের পিঠা উৎসবে স্থান পায়। মধ্যাহ্ন ভোজ সমাপ্তির পর ক্রমান্বয়ে খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রকার চিত্তাকর্ষক এবং শিক্ষণীয় আনন্দের আয়োজন করা হয়।
কমিউনিটি ব্যক্তিত্ব শফিউল আলম স্বপন ও খুরশিদ আলম বাদল বলেন, প্রতি বছরের মতো এবারো আমরা চেষ্টা করেছি পিঠা উৎসবের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে সবাইকে নিয়ে প্রাণবন্ত করে তুলতে। নেতারা আগামীতে আরো সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


