‘পিএসএল থেকে পাকিস্তানের ক্রিকেট কী পেল?’

0
185

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে কী পেল পাকিস্তান। এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার দানিশ কানেরিয়া।

পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার বলেন, আইপিএল একটা পেশাদার ইভেন্ট, ভারতের ক্রিকেটে কত প্রতিভা এনে দিয়েছে আইপিএল। প্রতি মৌসুমেই আগের চেয়ে আরও ভালো হচ্ছে টুর্নামেন্টটা। অথচ উল্টো অবস্থা পিএসএলের। পাকিস্তানের ক্রিকেটের জন্য পিএসএল বলতে গেলে কিছুই করেনি।

হিন্দুস্তান টাইমসকে কানেরিয়া আরও বলেন, পিএসএলে কোনো খেলোয়াড় যদি খুব ভালো খেলেও, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অপেশাদার আচরণের কারণে সেই খেলোয়াড়ের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট আর ১৮ ওয়ানডে খেলা কানেরিয়া আরও বলেন, আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে খেলতে ক্রিকেটাররা উন্মুখ হয়ে থাকে। এই দেখুন, দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই তাদের জাতীয় দল থেকে ছুটি নিয়েছে আইপিএল খেলার জন্য। তার মানে এই টুর্নামেন্টটা প্রতি বছরের ক্যালেন্ডারে একটা বড় ইভেন্ট হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here