বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
132

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষ হরতাল, জ্বালাও পোড়াও, বিশৃঙ্খলা পছন্দ করে না। জনগণ শান্তিতে আছে, শান্তিতে থাকতে চায়। বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

রবিবার (২৭ মার্চ) রাতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা কমপ্লেক্স মাঠে মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা থাকবেন, ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে ভূমিকা রাখছে।

ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন : বিএনপির প্রতি ওবায়দুল কাদেরষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন : বিএনপির প্রতি ওবায়দুল কাদের
মিলন মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মো. জামাল হোসেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি জিহাদুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here