ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

0
101

নারায়ণগঞ্জের ফতুল্লায় দক্ষিণ সস্তাপুর আবাসিক এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সস্তাপুর এলাকায় লিংক রোডসংলগ্ন ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুলু মিয়া তিনি, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।

আমরা সাতজন এ গোডাউনে গার্মেন্টের ঝুট রেখে ব্যবসা করি। আমাদের সবার প্রায় কয়েক কোটি টাকার ঝুট ছিল। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় লিংক রোডের উভয় দিকে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণ করতে। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here