যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত ১

0
165

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যে দফায় দফায় টর্নেডো আঘাত হেনেছে।

টেক্সাসে টর্নেডোর আঘাতে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ১০ জন আহত হয়েছেন গ্রেসন কাউন্টিতে। খবর আলজাজিরার।

ভয়াবহ টর্নেডোর আঘাতে বহুসংখ্যক স্কুল, ঘরবাড়ি ও বাণিজ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাত এতটাই শক্তিশালী ছিল যে, রাস্তায় চলমান গাড়িও উল্টে যায়।

টেক্সাসে গত কয়েক দিন ধরে প্রচণ্ড দাবদাহের পর এই টর্নেডো আঘাত হানে। দাবদাহের ফলে সৃষ্ট দাবানলে টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে গেছে।

টর্নেডোর পর সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার লুইযিয়ানা ও মিসিসিপির দিকেও টর্নেডো এগিয়ে যায় এবং আশংকা করা হচ্ছিল- এ দুটি অঙ্গরাজ্যে টর্নেডো মারাত্মকভাবে আঘাত হানবে। বিভিন্ন অঞ্চলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here