ইরানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

0
120

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের পর ইরানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল।

মঙ্গলবার জাকার্তার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সহায়তায় ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপর তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন।

টুর্নামেন্ট শুরুর আগে ইরান ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের বাইরে। শুরুতে তারা খেলার ধারার বিরুদ্ধে গোল করে এগিয়ে যায়। তবে দমে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রেখে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here