সন্ধ্যায় জনস্রোত, বিক্রির ধুম

0
193

অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোর চিত্র একেবারেই ভিন্ন। রবি থেকে বৃহস্পতিবার মেলায় লোকসমাগম মোটামুটি একইরকম থাকে। শুধু সন্ধ্যায় এসে কিছুটা ভিড় হয়।

সারাদিনই অল্প অল্প বিক্রি চলতে থাকে। কিন্তু শুক্র ও শনিবার সকাল থেকেই মানুষ মেলায় ভিড় করতে থাকে। আর সন্ধ্যায় এসে মানুষের ঢল নামে। মার্চের প্রথম শুক্রবারের বইমেলাও তার ব্যতিক্রম ছিল না। সন্ধ্যার জনারণ্যে বইয়ের বিক্রি হাসি ফুটিয়েছে প্রকাশকদের ঠোঁটে।

সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সকালবেলাটা ছিল শিশুদের। তারা শিশুপ্রহরে বাবা-মায়ের হাত ধরেই চলে আসে সিসিমপুরের স্টেজে। তারপর হালুম, টুকটুকি আর ইকরিদের সঙ্গে নেচেগেয়ে লাফিয়ে সময় কাটায়।

এদিন সকাল সাড়ে ১১টা, বিকাল সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিসিমপুরের তিনটি শো ছিল। তিনবারই শিশুরা ভেসেছে খুশির জোয়ারে। পাশাপাশি শিশুচত্বরে তারা কিনেছে মজার মজার সব বই।

মেলার অন্যপাশটায় এই সময় লোকসমাগম কিছুটা কম ছিল। তবে সকাল থেকেই যারা আসছিলেন তাদের বেশিরভাগকেই বই কিনতে দেখা গেছে। দুুপুর গড়িয়ে বিকাল শুরু হতেই মেলার মানুষের স্রোত নামে। আর সন্ধ্যায় গিয়ে মেলার মাঠে অনেকটা তিলধারণের ঠাঁই ছিল না। প্যাভিলিয়ন ও স্টলে বিক্রয়কর্মীদের ফুসরত ছিল না মোটেও। এ অবস্থা বজায় থাকে রাত ৯টায় বইমেলা শেষ হওয়া পর্যন্ত।

এদিন কথাপ্রকাশের প্যাভিলিয়নে মেলা ব্যবস্থাপক মো. ইউনুস আলী যুগান্তরকে বলেন, মেলায় পাঠকসমাগম খুব ভালো। বিকাল থেকে বইয়ের বিক্রিও জমে উঠেছে। মেলার সামনের দিনগুলো আরও জমজমাট হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।

জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হককে এদিন সকাল থেকেই বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে দেখা গেছে। শুক্রবার ছিল এই সাহিত্যিকের জন্মদিন। দুপুরে বইমেলাতেই তার জন্মদিনের কেক কাটার আয়োজনে অংশ নিয়েছিলেন সুহৃদ, পাঠকরা।

ভ্রমণকাহিনির বই ‘দেশ হতে দেশ দেশান্তরে’ : তরুণ প্রজন্মের ছয় জনপ্রিয় লেখকের ভ্রমণসাহিত্যের বই মলাটবন্দি হয়েছে। ‘দেশ হতে দেশ দেশান্তরে’ শিরোনামের বইটি প্রকাশ করেছে অবসর। এতে নাবিল মুহতাসিম, সাবাবা মঞ্জুর, শাহরিয়ার খান শিহাব, নিলয় ফয়সল, মিলু আমান ও কৌশিক জামানের ভারত, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, নেপাল ও ভুটান ভ্রমণের কাহিনিগুলো সংকলিত হয়েছে।

মঞ্চের আয়োজন : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ : গাজীউল হক ও সিকান্দার আবু জাফর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ। আলোচনায় অংশ নেন আমিনুর রহমান সুলতান, আলফ্রেড খোকন এবং তারেক রেজা। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন আবদুস সেলিম এবং বিধান রিবেরু।

নতুন বই : বাংলা একাডেমি থেকে দেয়া তথ্যমতে, শুক্রবার বইমেলায় নতুন বই এসেছে ২২০টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কথাপ্রকাশ থেকে বেগম আকতার কামাল রচিত ‘কবিতার নান্দনিকতা : প্রাচীন ও মধ্যযুগ’, অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের কিশোরগল্প ‘রমাকান্ত কামারের মজার কাণ্ড’, চিরদিন থেকে কবি নির্মলেন্দু গুণের নতুন কবিতার বই ‘১১২০১৮৫০২৪৬০১২৩০১৯৪০২১৭০’, প্রত্যয় প্রকাশন সেলিনা হোসেনের উপন্যাস ‘ঝর্ণাধারার সঙ্গীত’ ও আহসান হাবীবের উপন্যাস ‘একা এবং একা’, আগামী থেকে বিভুরঞ্জন সরকারের ‘বঙ্গবন্ধু ইতিহাসের নির্মাতা’, ঐতিহ্য থেকে পিয়াস মজিদের ‘এইসব মকারি’, আগামী থেকে মাহবুবুল হকের ‘নজরুলকে নিয়ে’, কাব্যকথা থেকে আসাদ চৌধুরীর ‘গল্প থেকে গল্প’, নবান্ন প্রকাশনী থেকে সিজন নাহিয়ানের ‘নির্বাচিত কবিতা’, ছন্দ্রছাপ থেকে আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ‘ঘুম’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here