জেমকন সাহিত্য পুরস্কার ২০২১-এর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছেন পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা। বুধবার তিনি এই তালিকা ঘোষণা করেন।
এক ভিডিও বার্তায় ঘোষিত ৫টি বইয়ের মধ্যে রয়েছে- উপন্যাস- ক্রমাগত হত্যার সেরেনাদে: অদিতি ফাল্গুনী, সংবেদ প্রকাশনা; কোলাহল থামার পরে : আফসানা বেগম, প্রথমা প্রকাশন।
গল্পগ্রন্থ- বখতিয়ার খানের সাইকেল : ফয়জুল ইসলাম, সমগ্র প্রকাশন; লুব্ধক : মাহবুব আজীজ, সমাবেশ।
কাব্যগ্রন্থ- চরণেরা হেঁটে যাচ্ছে মুণ্ডুহীন : ময়ুখ চৌধুরী, কবিতাভবন।
কবি শামীম রেজা বলেন, বিচারকমণ্ডলী দীর্ঘ তালিকার ১৩টি গ্রন্থ থেকে ৫টি গ্রন্থ সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছেন। পরবর্তী সময়ে এই ৫টি গ্রন্থ থেকে বিচারকমণ্ডলী একটি গ্রন্থকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করবেন।
তিনি আরো বলেন, মহামারির কারণে গতবছর অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এবছর ২ এপ্রিল একসঙ্গে গতবারের বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হবে।


