নতুন ডেটা প্যাকেজ কার্যকর ১৫ মার্চ থেকে

0
235

১৫ মার্চ থেকে মোবাইল ফোনে নতুন ডেটা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে। কার্যকর হতে যাওয়া নতুন ডেটা প্যাকেজে অফার কমিয়ে পুরোনো উদ্বৃত্ত ডেটা যুক্ত করার একটি নির্দেশনা রয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিটিআরসির উপপরিচালক মো. জাকির হোসেন খান এসব তথ্য সাংবাদিকদের জানান।

তিনি জানান, নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব মোবাইল অপারেটরকে নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন তৈরি করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি এবং ডেটা প্যাকেজগুলোর অনুমোদন কমিশন থেকে নিতে হবে। এরপর ১৫ মার্চ রাত ১২টা থেকে নতুন নির্দেশনা অনুযায়ী ডেটা এবং ডেটাসংশ্লিষ্ট সব প্যাকেজ পরিচালনা করতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, একটি অপারেটর তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। এগুলো হলো- নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক প্যাকেজ এবং উন্নয়ন ও গবেষণা প্যাকেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here