বইমেলায় তরুণ কবি পারভেজ চোকদারের ‘নস্টালজিক’

0
264

অমর একুশে বইমেলার শেষ সপ্তাহে এলো তরুণ লেখক পারভেজ চোকদারের একক কাব্যগ্রন্থ নস্টালজিক। প্রেম, দ্রোহ আর তরুণ মনের আবেগ দিয়ে কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে। বইটিতে কবি পারভেজ চোকদারের ৩৩টি কবিতা স্থান পেয়েছে।

শনিবার বইমেলা প্রাঙ্গনে বইটির মোড়ক উন্মোচন করেন সুন্দরবন দস্যুমুক্ত করতে বিশেষ অবদান রাখা জনপ্রিয় সাংবাদিক মহসিন উল হাকিম। বইটি প্রকাশিত হয়েছে সাগরিকা প্রকাশনী থেকে, প্রকাশক চাষী এস কে খান। কাব্যগ্রন্থটি বইমেলার সন্দেশ (স্টল ৪০২,৪০৩,৪০৪) এবং ম্যাগনাম ওপাস ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, তরুণরা যে এখন লেখালেখিতে আগ্রহী হচ্ছে বিষয়টা চমৎকার। পারভেজ মানুষ হিসেবে সহজ-সরল এবং প্রাণবন্ত। তার কবিতার মধ্য দিয়ে একজন তরুণের প্রেম-ভালোবাসাকে ঘিরে মনের আবেগ-অনুভূতি উঠে এসেছে।

পারভেজ চোকদার বলেন, এটি আমার প্রথম বই। আশাকরছি সকল শ্রেণীর পাঠকের মনের খোরাক মেটাবে। প্রচলিত ধারার বাইরে লেখা কবিতাগুলো সকলের ভালো লাগবে।

বইটি প্রসঙ্গে পরিচালক সুমন ধর বলেন, নষ্টালজিক একটি কাব্যগ্রন্থ যদিও নিদিষ্ট কোন বিষয়ের ওপর রচনা করা নয় তবুও প্রেম ভালবাসা এবং সমাজকে প্রধান্য দিয়ে রচনা করা হয়েছে। বইটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here