ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
বায়ুমণ্ডল
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৬। আর্দ্র বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ থাকে প্রায় শতকরা কত ভাগ?
ক) ১-৫ ভাগ খ) ২-৫ ভাগ
গ) ৩-৭ ভাগ ঘ) ৪-৮ ভাগ
২৭। স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক) ৪টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৭টি
২৮। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিনই বিকাল বা সন্ধ্যায় কোন ধরনের বৃষ্টি হয়ে থাকে?
ক) বায়ু প্রাচীরজনিত বৃষ্টি খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
গ) ঘূর্ণি বৃষ্টি ঘ) পরিচলন বৃষ্টি
২৯। বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে কোনটিকে?
ক) প্রচুর বৃষ্টিপূর্ণ স্থানকে খ) বৃষ্টিযুক্ত স্থানকে
গ) প্রায় বৃষ্টিহীন স্থানকে ঘ) শিলাবৃষ্টিযুক্ত স্থানকে
৩০। সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় কোন ধরনের বৃষ্টি?
ক) বায়ু প্রাচীরজনিত বৃষ্টি খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি গ) ঘূর্ণি বৃষ্টি ঘ) পরিচলন বৃষ্টি
৩১। মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে কী ধরনের বৃষ্টি দেখা যায়?
ক) বায়ু প্রাচীরজনিত বৃষ্টি খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি গ) পরিচলন বৃষ্টি ঘ) ঘূর্ণি বৃষ্টি
৩২। ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রিত হয় কোন সূত্রানুসারে?
ক) হ্যালির সূত্র খ) ফেরেলের সূত্র
গ) নিউটনের সূত্র ঘ) ফুকোর সূত্র
৩৩। নিয়ত বায়ু কয় প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
৩৪। বারিপাতের শ্রেণিভুক্ত কোনটি?
i. তুষার ii. তুহিন iii. বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩৫। বৃষ্টিপাতের কারণ হলো-
i. নিুগমন ii. বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতি
iii. ঊর্ধ্বগমন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
৩৬। গর্জনশীল চল্লিশ বলা হয়-
ক) ৪০-৪২ ডিগ্রি দক্ষিণ অঞ্চলকে
খ) ৪০-৪৭ ডিগ্রি দক্ষিণ অঞ্চলকে
গ) ৪০-৫০ ডিগ্রি দক্ষিণ অঞ্চলকে
ঘ) ৪০-৫০ ডিগ্রি দক্ষিণ অঞ্চলকে
৩৭। পৃথিবীকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
৩৮। ‘মওসুম’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক) বাংলা খ) ফারসি
গ) ইংরেজি ঘ) আরবি
৩৯। ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কী?
ক) সিরক্কো খ) চিনুক
গ) মিস্ট্রাল ঘ) বোরা
৪০। ভারতীয় উপমহাদেশের স্থানীয় বায়ুর উদাহরণ কোনটি?
ক) লু খ) চিনুক গ) সাইমুম ঘ) পাম্পেরু
উত্তর : ২৬। খ ২৭। ক ২৮। ঘ ২৯। গ ৩০। ক ৩১। ঘ ৩২। খ ৩৩। খ ৩৪। ঘ ৩৫। গ ৩৬। খ ৩৭। ক ৩৮। ঘ ৩৯। গ ৪০। ক।
হিসাববিজ্ঞান
এইচ. এম. মতিউর রহমান
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
১. ব্যবসায় প্রতিষ্ঠান চলমান থাকবে কতকাল ধরে?
ক. নির্দিষ্ট কাল খ. অনির্দিষ্ট কাল
গ. ১০ বছর ঘ. ৩০ বছর
২. যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং যার সুবিধা এক বছরের বেশি সময় ধরে ভোগ করা যায় তাকে
কী বলে?
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মূলধন জাতীয় ব্যয়
গ. মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ. মুনাফা জাতীয় ব্যয়
৩. কোনটি মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যের বহির্ভূত?
ক. স্বল্পমেয়াদি সুবিধা
খ. ছোট অঙ্কের লেনদেন
গ. অনিয়মিত লেনদেন
ঘ. নির্দিষ্ট সময় পর পর সংগঠন
৪. যে ব্যয়ের উপযোগিতা বর্তমান হিসাব বছরের সঙ্গে পরবর্তী একাধিক বছরে ভোগ করা যায় তাকে কী বলে?
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মূলধন জাতীয় ব্যয়
গ. মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ. মুনাফা জাতীয় ব্যয়
৫. নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব প্রাপ্তির উপযোগিতা শেষ হয়ে যায় সেগুলোকে কোন জাতীয় লেনদেন বলে?
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মুনাফা জাতীয় আয়
গ. মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ. মূলধন জাতীয় আয়
৬. সম্পদ রক্ষণাবেক্ষণ কোন জাতীয় ব্যয় প্রযোজ্য?
ক. মুনাফা জাতীয় ব্যয়
খ. পরিচালনা সংক্রান্ত ব্যয়
গ. মূলধন জাতীয় ব্যয়
ঘ. নিরীক্ষা সংক্রান্ত ব্যয়
৭. মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনাব সিহাব তার ব্যবসায়ে ৪,০০,০০০ টাকা বিনিয়োগ করেন। এটি কোন জাতীয় লেনদেন?
ক. মূলধন জাতীয় ব্যয়
খ. মূলধন জাতীয় প্রাপ্তি
গ. মূলধন জাতীয় আয়
ঘ. মুনাফা জাতীয় ব্যয়
৮. মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ হলো-
i. পণ্য বিক্রয়লব্ধ অর্থ ii. প্রাপ্ত আয় বা কমিশন iii. ব্যাংক জমার সুদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৫ সালের ২,২০০ টাকাসহ ২০১৬ সালের ভাড়া পাওয়া গেল ৫,০০০ টাকা, যার মধ্যে ২০১৭ সালের ভাড়া বাবদ প্রাপ্তি ৮০০ টাকা।
৯. মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা খ. ৩,০০০ টাকা গ. ৫,০০০ টাকা ঘ. ৫,৮০০ টাকা
১০. উদ্দীপকের আয়টি-
i. নিয়মিত আদায় হয় ii. অনিয়মিত আদায় হয় iii. নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. কোনো একটি হিসাব বছরে নিয়মিতভাবে আদায়কৃত অর্থকে কী বলে?
ক. মুনাফা জাতীয় আয়
খ. মুনাফা জাতীয় প্রাপ্তি
গ. মূলধন জাতীয় আয়
ঘ. মূলধন জাতীয় ব্যয়
১২. যেসব ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে কী বলে?
ক. মুনাফা জাতীয় ব্যয়
খ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
খ. মূলধন জাতীয় ব্যয়
ঘ. মূলধনায়িত ব্যয়
১৩. স্থায়ী সম্পদ অর্জন ও ব্যবহার উপযোগী আনুষঙ্গিক খরচ কীসের অন্তর্ভুক্ত?
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মূলধন জাতীয় আয়
গ. মূলধন জাতীয় ব্যয়
ঘ. মুনাফা জাতীয় প্রাপ্তি
১৪. মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও যে ব্যয় নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ থাকে না তাকে কী বলে?
ক. মূলধন জাতীয় ব্যয়
খ. মুনাফা জাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
ঘ. বিক্রয় ব্যয়
১৫. বিশদ আয় বিবরণী বহির্ভূত লেনদেন হলো-
i. মুনাফা জাতীয় আয়
ii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
iii. মূলধন জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ২০১৫ সালে মিসেস শাহিদার ভাড়া প্রাপ্তি ৫০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ২০১৪ সালের ৫,০০০ টাকা এবং ২০১৬ সালের ২০,০০০ টাকা ভাড়া অন্তর্ভুক্ত আছে। মুনাফা জাতীয় আয় কত টাকা?
ক. ২৫,০০০ টাকা খ. ৩০,০০০ টাকা গ. ৪৫,০০০ টাকা ঘ. ৫০,০০০ টাকা
১৭. কোনটি মুনাফা জাতীয় আয়?
ক. বিনিয়োগের সুদ
খ. বিমা প্রিমিয়াম পরিশোধ
গ. পণ্য ক্রয় ঘ. গাড়ি বিক্রয়
উত্তর : ১। খ ২। ক ৩। গ ৪। খ ৫। গ ৬। ক ৭। খ ৮। ঘ ৯। ক ১০। খ ১১। খ ১২। ক ১৩। গ ১৪। গ ১৫। গ ১৬। ক ১৭। ক।


