জিল্লুর রহমান ১ সেপ্টেম্বর ১৯৬৮ খ্রিষ্টাব্দে দিনাজপুরের বিরল উজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন প্রকৌশলী। বর্তমান চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে স্থায়ীভাবে বসবাস করছেন। লেখালেখির অভ্যাস ছাত্রজীবন থেকেই। বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ছোট্ট একটি ভালোবাসা প্রকাশিত হয় ২০০৪ সালে। তারপর শুরু হয় উপন্যাস লেখা। ২০০৫ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ভ্যালেনটাইনস্ ডে। তারপর বিভিন্ন প্রকাশন থেকে প্রকাশিত হয় একটি কাব্যগ্রন্থ, ৫টি কিশোর উপন্যাস, ১৪টি উপন্যাস, একটি গল্পগ্রন্থ এবং ধারাবাহিক উপন্যাস গডফাদারের ০১-০৩ খণ্ড।


