সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা
ইবাদত
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭৪। দুনিয়ার সকল মুসলিম কোন দিকে মুখ করে সালাত আদায় করে?
(ক) পূর্বদিকে (খ) কাবার দিকে √
(গ) পশ্চিম দিকে (ঘ) উত্তর দিকে
৭৫। সাহু সিজদাহ কী?
(ক) সিজদাহ (খ) ভুল সংশোধনের সিজদাহ √
(গ) নফল সিজদাহ (ঘ) ফরজ সিজদাহ
৭৬। জাকাতের মাসারিফ ক’টি?
(ক) ৫টি (খ) ৬টি
(গ) ৭টি (ঘ) ৮টি √
৭৭। ‘কুরবানি’-এর সমার্থক শব্দ কী?
(ক) উযহিয়্যাহ √ (খ) কুরবানুন
(গ) যাবহুন (ঘ) ত্যাগ
৭৮। সন্তান জন্মের সপ্তম দিনে পিতামাতাকে ইসলামি শরিয়ত মোতাবেক ক’টি কাজ করতে হয়?
(ক) ৪টি √ (খ) ৫টি
(গ) ৬টি (ঘ) ৭টি
৭৯। সাহু সিজদাহ’র বিধান কী?
(ক) ফরজ (খ) ওয়াজিব √
(গ) সুন্নত (ঘ) মুস্তাহাব
৮০। সালাতের আরকান কখন পালন করতে হয়?
(ক) সালাতের শুরুতে (খ) সালাতের ভেতরে √
(গ) সালাত শুরুর আগে (ঘ) সালাতের শেষে
৮১। সাওম শব্দটির বহুবচন কী?
(ক) সাওমান (খ) সায়িম
(গ) সিয়াম (ঘ) সিয়ামাতুন √
৮২। মসজিদে প্রবেশ ও বসার সময় কী করবে?
(ক) হুড়োহুড়ি ও তাড়াতাড়ি করব
(খ) ধাক্কাধাক্কি করে আগে বসব
(গ) কোনো খালি জায়গা দেখে বসব √
(ঘ) নিজে না নিয়ে অন্যকে দেব
৮৩। আত্মীয়স্বজন কোরবানি দিলেও সবাইকে কোরবানির গোশত সবাইকে দিতে হয়, কারণ এতে-
(ক) সবাই একটু ভালো খাওয়ার সুযোগ হয়
(খ) সকলের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় √
(গ) সবাই দেখতে পায়, এতে মর্যাদা বাড়ে
(ঘ) অন্যের কাছ থেকে পাওয়ার আশায়
৮৪। সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
(ক) তিনটি √ (খ) চারটি
(গ) পাঁচটি (ঘ) সাতটি
৮৫। দোয়া মাসূরা কখন পড়তে হয়?
(ক) নামাজে দাঁড়িয়ে
(খ) প্রথম রাকাত শেষ করে
(গ) সালাম ফেরানোর আগে √
(ঘ) সালাম ফেরানোর পরে
৮৬। মসজিদ শব্দের অর্থ কী?
(ক) সিজদার জায়গা√ (খ) সালাতের স্থান
(গ) আল্লাহর ঘর (ঘ) শান্তির ঘর
৮৭। কুরবানির পশু কেমন হবে-
(ক) স্বাস্থ্যবান (খ) সুদর্শন
(গ) স্বাস্থ্যবান ও সুদর্শন√ (ঘ) দামি
৮৮। আনুগত্যের জন্য প্রয়োজন-
(ক) ইমানের √ (খ) অর্থের
(গ) স্বাস্থ্যের (ঘ) পোশাক আশাকের
৮৯। হজ কবুলের মাধ্যমে কোন ধরনের গুনাহ মাফ হয়?
(ক) অতীত জীবনের√ (খ) ভবিষ্যৎ জীবনের
(গ) বর্তমান জীবনের (ঘ) পারলৌকিক জীবনের
৯০। সাওম পালনকারীর জন্য দুটি খুশি, একটি তার ইফতারের সময় আর অন্যটি হলো-
(ক) শয়তানের সাথে সাক্ষাতের সময়
(খ) ফেরেশতার সাথে সাক্ষাতের সময়
(গ) পীর বুজুর্গদের সাথে সাক্ষাতের সময়
(ঘ) আল্লাহর সাথে সাক্ষাতের সময় √
৯১। নিসাব পরিমাণ মালের মালিক সকল প্রাপ্তবয়স্ক নর-নারীর ওপর কুরবানি করা কী?
(ক) সুন্নত (খ) সুন্নতে মুয়াক্কাদা
(গ) ফরজে কেফায়া (ঘ) ওয়াজিব √
৯২। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন কোন ইবাদতকে বলা হয়?
(ক) সালাতকে (খ) হজকে √
(গ) জুমার সালাতকে (ঘ) ঈদের সালাতকে


