কণ্ঠশিল্পী আগুন গানে বরাবরই সক্রিয়। করোনাকালেও নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। গত প্রায় এক বছরে এ সংগীতশিল্পীর হাফডজন নতুন গান প্রকাশ হয়েছে। কিন্তু কোনো গানেই প্রত্যাশা অনুযায়ী সাড়া পাননি। এ নিয়ে যুগান্তরের কাছে আশাহত প্রতিক্রিয়া জানিয়েছেন আগুন। এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছুদিন ধরে বেশ কিছু ভালো মানের গানে কণ্ঠ দিয়েছি। প্রায় প্রতিটি গানই ছিল মানের দিক থেকে উন্নত। কিন্তু কোনো গানেরই তেমন সাড়া পেলাম না। কেন এমন হলো তা জানি না। বিশেষ করে ‘কালো পাথর’ শিরোনামে একটি গানের জন্য ভালো কিছুই প্রত্যাশা করেছিলাম। কিন্তু এটি নিয়েও স্বপ্ন পূরণ হলো না। কেন এমন হলো তা আমার জানা নেই। হয়তো প্রকাশনা সংস্থাগুলোর প্রচারের কমতির কারণেও এমন হতে পারে। তবে সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছি। আশা করছি এ গানটি শ্রোতাদের কাছে উপভোগ্য হবে।’


