ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইন ব্যবস্থা

0
56
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৬ মার্চ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৫ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট আজ শনিবার সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ৯৩৫টি।

বাংলাদেশ রেলওয়ের নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে, আর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মার্চ, আর ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ। একইভাবে ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ অনলাইনে পাওয়া যাবে।

এছাড়া, চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে। যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকেও সংগ্রহ করা যাবে। তবে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং এ টিকিট ফেরতের কোনো সুযোগ থাকছে না।

টিকিট নিয়ে যাত্রীদের বিশেষ নির্দেশনা

১. অনলাইনে কেনা টিকিট ফেরতযোগ্য নয়।
2. একজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসনের টিকিট নিতে পারবেন।
3. ২৫ শতাংশ টিকিট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
4. পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির সময় ভিন্ন।

টিকিট বিক্রির এই অনলাইন ব্যবস্থা যাত্রীদের সময় সাশ্রয় করবে এবং টিকিট কালোবাজারি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here