হাসপাতাল থেকে কাল বাসায় ফিরতে পারেন বিরোধীদলের নেত্রী খালেদা জিয়া

0
123

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ সন্ধ্যায় মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছেন পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসার পর আগামীকাল বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত বছরের ৯ আগস্ট থেকে বিএনপির নেত্রী ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

জাহিদ হোসেন জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। সেই বৈঠকে তাঁর স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিতে চিকিৎসকদের এই সিদ্ধান্তের ব্যাপারে জাহিদ হোসেন বলেন, বিএনপির নেত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে আছেন। এসব পরিস্থিতি বিবেচনা করে তাঁকে বাসায় নেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বাসায় ফিরতে পারছেন। তবে বাসায় থেকে তাঁকে এখন ঘন ঘন হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

মঙ্গলবার মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয়। মঙ্গলবারই তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে আড়াই ঘণ্টা চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এখন তাঁর স্বাস্থ্য অনেকটা স্থিতিশীল, তাই তাঁকে বাসায় নেওয়া হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here