আ.লীগের শোকজ নোটিশ, যা বললেন মেয়র জাহাঙ্গীর

0
266

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শোকজ নোটিশে দলীয় ‘স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা ১৫ কার্যদিবসের মধ্যে তাকে জানাতে বলা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চত করেন। তিনি জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরে রোববার এই নোটিশ জাহাঙ্গীর আলমকে পাঠানো হয়েছে।

এদিকে রোববার কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, একটি মহল ছাত্রজীবন থেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত করে আসছে। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এখন একটি এডিটেড বক্তব্য প্রকাশ করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে।

মেয়র বলেন, কারণ দর্শানোর নোটিশে আমার কাছে সত্য ঘটনা জানতে চাওয়া হয়েছে। আমি যথা সময়ে সত্য ঘটনা জানিয়ে নোটিশের জবাব দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here