আগুনে পুড়ল ২ দোকান

0
125

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামে আগুনে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টায় দিকে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের কাঁঠালকান্দি গ্রামের গ্রাম্য ছোট বাজারে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে কমলগঞ্জস্থ ফায়ার সার্ভিসকর্মীরা ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের আনার পূর্বেই বাজারে অবস্থিত মনাফ আলীর মুদি দোকান ও ডা. কনক ভট্টাচার্যের ওষুধের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, রাত ১১টায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here