তুমি আজ নেই বলে’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করলেন ক্লোজআপ তারকা রাশেদ। এটি ২ জুন রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাব্বির জামান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, আমার কাছে রাশেদের গায়কী খুবই অন্যরকম মনে হয়। অনেকের চেয়ে তার কণ্ঠ স্পেশাল। এ গানটি লেখা ও সুর করার পর রাশেদকেই আমার কাছে এটির জন্য বেস্ট মনে হয়েছে। আমি আশা করছি যারা গানটি শুনবেন ও দেখবেন তারা নিরাশ হবেন না। গানটি নিয়ে রাশেদও বেশ আশাবদী।
তিনি বলেন, গানটির কথাগুলো মনে রাখার মতো। কথার সঙ্গে সমন্বয় করে দারুণ সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি চিত্রকল্প দেখতে চায় তাই এটিরও মিউজিক ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি। গানটি সবার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক মনে করব। অডিও গানের বাইরে রাশেদ বর্তমানে নিয়মিত স্টেজ শো ও টিভি লাইভ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন বলে জানান তিনি।


