অংকন হত্যার সুষ্ঠু তদন্তের দাবি

0
145

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্যাম্পাসের শান্ত চত্বরের পাশে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, অংকন বিশ্বাস হত্যার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বন্ধু মহলের কাছে সত্য ঘটনা উদঘাটন করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এভাবে যেন আর কোনো অংকনকে অকালে প্রাণ হারাতে না হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, অংকন হত্যার বিষয়ে আইনি সহায়তাসহ পরিবারের পাশে যেকোনো ধরনের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব।

অংকনের মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অংকনের পরিবারকে অনুরোধ জানাচ্ছি তারা যেন আইনি সহায়তার জন্য উদ্যোগ নেয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করব।

উল্লেখ্য, ১৪ দিন হাসপাতালে থাকার পর গত ৮ মে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী অংকন বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here