বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে হৃত্বিক রোশনের বিতর্ক অজানা নেই অনুরাগীদের। ‘কহো না পেয়ার হ্যায়’ তারকাকে নিয়ে নানা সময় নানা বোমা ফাটিয়েছেন কঙ্গনা। কম জলঘোলা হয়নি সেই প্রসঙ্গকে কেন্দ্র করে।
সম্প্রতি ‘লকআপ’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর সেখানেই এক প্রতিযোগীর গল্পের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেয়ে হৃত্বিক প্রসঙ্গ টানলেন কঙ্গনা।
সম্প্রতি ‘লকআপ’-এ এক প্রতিযোগী স্বীকার করেন, অল্প বয়সেই বিয়ে করে নেন তিনি। তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু বিশেষ কেউ সেই বিয়ে সম্পর্কে জানেন না। তা ছাড়া সদ্য ‘লকআপ’-এর অন্য এক প্রতিযোগী ওই বিবাহিত প্রতিযোগীর প্রেমে পড়েছেন। প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন। কঙ্গনা দুই প্রতিযোগীর এ কথা জানার পরই নিজের প্রসঙ্গ টানেন। হৃত্বিক রোশন প্রসঙ্গ টেনে নাম না করে বলেন নানা বিস্ফোরক কথা।
হৃত্বিক প্রসঙ্গ টেনে কঙ্গনা রানাউত বলেন, ‘বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন প্রত্যেক কমবয়সি মেয়েরা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তোমার প্রসঙ্গে কথা বলছি না। হতে পারে, বিবাহিত পুরুষরা অনেক বেশি দায়িত্ববান হন। অনেক বেশি আকর্ষণীয় হন। এমন অনেক গুণ থাকে তাদের মধ্যে, যা সহজেই আকৃষ্ট করে কোনো কমবয়সি মেয়েকে। ওরা এমন গল্প তৈরি করে রাখে নিজের স্ত্রীর সম্পর্কে যে ওরা কতই না অবিচারের শিকার।’
কঙ্গনা আরও বলেন, ‘আমার জীবনে এ ঘটনা বড় কেলেঙ্কারির ঘটনা হয়ে রয়েছে। যখনই সেই সমস্ত কমবয়সি মেয়েরা ওই বিবাহিত পুরুষকে তার স্ত্রীর হাত থেকে রক্ষা করতে যায়, তখনই গল্প অন্য দিকে মোড় নেয়। আপনারা যদি স্ত্রীদের গল্প শোনেন, চমকে উঠবেন।’


