পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি পর্ষদ সভা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির পর্ষদ সভা দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক বা ছয় মাসের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা শেয়ারহোল্ডারদের ও বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজারে উত্তরা ব্যাংক ১৯৮৪ সালে তালিকাভুক্ত হয়।


