বাঁশখালীতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

0
275

চট্টগ্রামের বাঁশখালীতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের চট্টগ্রামের বাঁশখালী প্রতিনিধি আবু বক্করের আয়োজনে বুধবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারার মদিনাতুল মাদ্রাসা ও এতিমখানায় এ খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল উদ্দিন, হাফেজ কলিম উদ্দিন, হাফেজ ইমাম হোসেন, হাফেজ আনোয়ারুল ইসলাম, হাফেজ বশির আহমদ, মোস্তাফা আলী, হাফেজ রহিম উদ্দিন, হাফেজ মফিজুল আলম প্রমুখ।

খতমে কুরআন শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও তার জীবনের সব গুনাহ মাফ চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here