স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবুল হাসনাতকে ছুরিকাঘাত

0
241

স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত আজাদকে আশুলিয়ায় ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে হাসনাতের নিজ বাড়ির পাশে শেরআলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল হাসনাত আজাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদের বড় ছেলে। তিনি স্চেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি।

প্রতক্ষ্যদর্শী নাইটগার্ড সবুর উদ্দিন জানান, কাজ শেষে রাতে আবুল হাসনাত রিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তার রিকশা শেরআলী মার্কেট ত্রিমোড় এলাকায় পৌঁছলে দুই যুবক তার রিকশার গতিরোধ করে।

এ সময় রিকশা থেকে হাসনাত নামলে এক যুবক চাকু দিয়ে এলোপাতাড়ি উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় তার দুই ঘাড়ে, পেটের বাম পাশে ও পিঠেসহ ৬ জায়গায় চাকু দিয়ে আঘাত করে। এ সময় রিকশাচালক মনির হোসেন হাসনাতকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও ছুরিকাঘাত করে আহত করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। হাসনাতের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মাসুদ রানা বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে তদন্ত চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা হাসপাতালে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here