রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ৩ ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রাবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন রেজোওয়ান ও যুগ্ম-আহবায়ক তাহের রহমানকে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, বিকালে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী তাদের টেন্টে বসেছিলেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা কোনো উস্কানি ছাড়াই লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার পর ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যায়।
ছাত্রদলের রাবি শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রলীগের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে।
অভিযোগ সম্পর্কে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।
মতিহার থানার ওসি আনোয়ার আলী জানান, ক্যাম্পাসে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


