বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়া।
গোয়া বিমানবন্দরে অভিনেত্রীকে বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারসহ আরো দুজনের বিরুদ্ধে হেনস্তা করেন বলেন অভিযোগ এনেছেন আয়েশার স্বামী ফারহান আজমির।
অভিযুক্তরা হলেন – অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুর।
এ নিয়ে টুইটে ফারহান আজমি প্রতিবাদ জানালে ভারতে সাড়া পড়ে যায়।
ফারহানের অভিযোগ, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন।
অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মীর ছবিসহ টুইটারে গোটা ঘটনার বিবৃতি দিয়েছেন ফারহান।
ঘটনার বর্ণনা দিয়ে ফারহান লেখেন, ইন্ডিগোর শুক্রবার ৮টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে আমরা মুম্বাই যাচ্ছিলেন। গোয়া বিমানবন্দরে অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার বাহাদুর বর্ণবাদী আচরণ করেন। উদ্দেশ্যমূলকভাবে তার স্ত্রী আয়েশাকে তাদের কাছ থেকে জোরপূর্বক সরিয়ে দেন।
শুধু তাই নয়; বিমানবন্দরে উচ্চস্বরে তার (ফারহান) নাম উচ্চারণ করে অপমান করে তারা। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা।


