মৃত্যুর আগে চলচ্চিত্রাঙ্গনকে চাঙা দেখতে চান উজ্জল

0
275

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক আশরাফউদ্দিন উজ্জল। উজ্জল ফিল্মস লিমিটেডের ব্যানারে ‘নসিব’, ‘উসিলা’সহ অনেক ছবি প্রযোজনা করেছেন তিনি। সর্বশেষ বদিউল আলম খোকনের ‘রাজাবাবু—দ্য পাওয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন। প্রায় পাঁচ বছর চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন তিনি।

তবে ফের চলচ্চিত্র নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন ‘বিনিময়’ তারকা। ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান ‘চালডাল.কম’-এর আওতায় মাল্টিপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উজ্জল বলেন, ‘চলচ্চিত্রের এই ভঙ্গুর সময়ে সিনিয়রদেরই এগিয়ে আসতে হবে। আমার ছেলে আমাকে প্রস্তাব দিয়েছে মাল্টিপ্লেক্স তৈরি করার। এমনিতে তারা বিভিন্ন জেলা শহরে ভবন নিচ্ছে। ভেবে দেখলাম সেই ভবনে মাল্টিপ্লেক্স হলে ক্ষতি কী! আমরা রাজশাহী শহর থেকে কাজটি শুরু করছি। নির্মাণাধীন হাসিনা আইটি পার্কে চালডাল.কম-এর নিজস্ব ভবনে তৈরি হচ্ছে এই মাল্টিপ্লেক্স। পর্যায়ক্রমে দেশের অন্য জেলায়ও আমরা মাল্টিপ্লেক্স তৈরি করব। সামনে ছবি প্রযোজনা করার ইচ্ছাও আছে। মৃত্যুর আগে আবার চলচ্চিত্রাঙ্গনকে চাঙ্গা দেখতে চাই। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here