আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়লেন মেসি

0
156

বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।

চিলি এবং কলম্বিয়ার বিপক্ষের এই ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি।

বিষয়টি আগেই অনুমেয় ছিল। সে বিষয়ে ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

এবার তাই ঘটল। করোনা থেকে সেরে উঠলেও শারীরিকভাবে এখনও পুরোপুরি ফিট নন লিওনেল মেসি। তাই তাকে স্কোয়াডে রাখা হয়নি।

গত বড়দিনের ছুটিতে দেশে গিয়েই করোনায় আক্রান্ত হন মেসি। তাই মেসিকে ফের বিমান ভ্রমণসহ আর্জেন্টিনায় আপাতত আনতে চাননি স্কালোনি। দল যেহেতু কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আগেই। তাই আনুষ্ঠানিকতা দুই ম্যাচে মেসিকে দলে রাখার ঝুঁকিটা নেয়নি তার দল।

সর্বশেষ ২২ ডিসেম্বর লরিয়েন্তের সঙ্গে পিএসজির ১-১ ড্রয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এরপর আর কোনো ম্যাচই তিনি খেলতে পারেননি।

বিশ্বকাপ বাছাইপর্বে এখনও পর্যন্ত হওয়া ১৩ ম্যাচের সবগুলোতেই অংশ নিয়েছেন মেসি। এরমধ্যে ২৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল।

মেসিবিহীন স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক এমি. মার্টিনেজ ও এমি বুয়েন্দিয়া।

আগামী ২৭ জানুয়ারি চিলি এবং ফেব্রুয়ারি ১ তারিখে কলম্বিয়াকে মোকাবেলা করবে আর্জেন্টিনা।

তথ্যসূত্র: ফুটবল ইস্পানা, মার্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here