ইউট্যাবের নতুন প্রেসিডেন্ট ড. ওবায়দুল, মহাসচিব ড. মোর্শেদ

0
300

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

বৃহস্পতিবার রাতে ইউট্যাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।‌

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার। আগামী ৪৫ দিনের মধ্যে ইউট্যাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট ও মহাসচিব। একই সঙ্গে তাদেরকে নতুন দায়িত্ব দেয়ার জন্য ইউট্যাবের সদস্যদেরকে ধন্যবাদ জানান সংগঠনটির শীর্ষ দুই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here