ফুটবলে প্রথম জয় পেল সৌদি নারীরা, যা বললেন পেলে

0
201

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জনপ্রিয়তার তালিকায় প্রথম পছন্দ ফুটবল। দেশটির পুরুষ দল বিশ্বকাপ আসরেও অংশ নেয়।

গত মাসেই নারী ফুটবল দল গড়েছে সৌদি আরব। আর দল গড়ার এক মাস পরেই জয়ে স্বাদ পেয়েছে দলটি।

সৌদি নারীদের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ফুটবলের কালোমানিক পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘আমি সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাই। আজকের দিনটা শুধু তোমাদের জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ঐতিহাসিক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here