ইয়াবা-নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ৫১

0
188

ইয়াবা-নেশাজাতীয় ইনজেকশন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়, সেগুলো হচ্ছে— ৫৫২৯ পিস ৮০০ গ্রাম ইয়াবা বড়ি, ৫০ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৬৪০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here