একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে রাষ্ট্রদূত মাসুদুর রহমানের কবিতার বই

0
322

এবারের একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে রাষ্ট্রদূত মাসুদুর রহমানের অষ্টম কবিতার বই “রক্তকলমে একশ কবিতা”।

লেখকের অষ্টম কবিতার বইটি প্রকাশ করেছে অয়ন প্রকাশনা। বইটি একুশের বই মেলায় ৫৪৪-৫৪৫-৫৪৬নং স্টল থেকে সংগ্রহ করা যাবে।

কবিতার বইটিতে ৩৪টি নতুন কবিতা এবং ৬৬টি বাছাই করা কবিতা রয়েছে। তাছাড়া বইটির শুরুতেই আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গকৃত বারোটি কবিতা।

উল্লখ্যে, মাসুদুর রহমান সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে কন্সাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

বর্তমানে নাইজেরিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি চীনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ মিশন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here