গরু পাচার মামলায় দেবকে সিবিআইয়ের তলব

0
158

গরু পাচার মামলায় অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাকে।

ভারতীয় সাংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে।

এর আগে গরু পাচার মামলার অন্যতম হোতা এনামুল হককে গ্রেফতার করা হয়। তার সঙ্গে দেবের নাকি যোগসূত্র পাওয়া গিয়েছে। কিন্তু ঠিক কীভাবে পরিচয় হল দুজনের। কবে থেকেই বা এই পরিচয়, সেসব জানার জন্যই দেবকে তলব করা হয়েছে।

সিবিআই কর্মকর্তারা জানান, গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে।

কর্মকর্তারা জানান, ২০১৭-১৮ সালে এনামুলের থেকে নাকি নগদ বেশ কয়েক লক্ষ টাকা ও ঘড়িসহ বহুমূল্য উপহার নিয়েছিলেন দেব। এনামুল হক নিজে একথা স্বীকার করেছেন তদন্তকারীদের কাছে। সে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই দেবকে সিবিআই তলব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here